রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৭, ৪ নভেম্বর ২০২৫

ডাকাতির মামলার পর হুমকির মুখে ভুক্তভোগী পরিবার

ডাকাতির মামলার পর হুমকির মুখে ভুক্তভোগী পরিবার
ছবি: সদ্য সংবাদ

সিরাজগঞ্জ সদর উপজেলায় এক ডাকাতির মামালায় ডাকাত দলের দুই সদস্য জাহিদ ও নাজমুলকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকেই মামলার বাকি আসামীরা ভুক্তভোগীকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। এটে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে মামলার বাদীর।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাতে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চর হরিপুর গ্রামে মালয়েশিয়া প্রবাসী ইসমাইল হোসেনের বাসায় তার স্ত্রী পলি খাতুনকে ধারালো ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে হাত-পা বেঁধে ঘরে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৮০ হাজার টাকা ও মোবাইলসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে, ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী পলি খাতুন সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী পলি খাতুন বলেন, 'মামলার পর থেকেই বাকি আসামিরা ও তাদের স্বজনরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। রাতে এসে ভয় দেখাচ্ছে যেন মামলা তুলে নিই। আমরা এখন ভয়ে ঘুমাতে পারি না।'

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, 'ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও শনাক্ত করা গেছে। খুব দ্রুত সময়ের মধ্যেই তাদেরও গ্রেফতার করা হবে।'

শুভ সেখ/এমটি

সর্বশেষ