সিরাজগঞ্জ-১ আসনে গণতন্ত্র মঞ্চের সাকিব আনোয়ারের মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরে আংশিক) আসনে গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাকিব আনোয়ারের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার বিকেলে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি দুপুর ৩টায় ছোনগাছা বাজার থেকে শুরু হয়ে পিপুলবাড়িয়া, মেঘাই, সোনামুখি এলাকা অতিক্রম করে পিপুলবাড়িয়া মোড়ে এসে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানের পরিবেশ প্রাণবন্ত করে তোলে।
শোভাযাত্রায় সংক্ষিপ্ত বক্তব্যে সাকিব আনোয়ার বলেন, “আমরা চাই ক্ষমতার দাপটমুক্ত নির্বাচন। আমি ভোট চাইব না; জনগণ নিজে বিবেচনা করে যদি মনে করেন আমাকে ভোট দিলে তারা সত্যিকারের প্রতিনিধি পাবেন, তাহলে তারা আমাকে ভোট দেবেন। যদি আমি আস্থাভাজন না হই, তাহলে ভোট দেওয়ার প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “পঞ্চাশ চার বছরের মধ্যে আমরা তথাকথিত জনপ্রতিনিধিদের দ্বারা বারবার প্রতারিত হয়েছি। এবার ভোট দেওয়ার আগে মার্কা বা পরিবারের নাম দেখে নয়, প্রার্থীর কাজ ও নীতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। এখানকার মানুষের যেসব সমস্যা আছে, তা সমাধান সম্ভব; তবে বরাদ্দ প্রকৃতভাবে জনগণের কাছে পৌঁছানো ও লুটপাট বন্ধ করা আগে আসতে হবে।”



























