সিরাজগঞ্জে জামায়াতে ইসলামী ৯নং ওয়ার্ডের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ পৌরসভা ৯নং ওয়ার্ডের উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একডালা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিনামূল্যের চিকিৎসা কার্যক্রমে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোস্তাফিজুর রহমান (সাগর) – গ্যাস্ট্রো মেডিসিন, এক্স-রে হাসপাতাল, সিরাজগঞ্জ; ডা. তাছির উদ্দিন শেখ – এক্স-রে ও ফিজিওথেরাপি রিসার্চ ইনস্টিটিউট; এবং মেডিকেল অফিসার ডা. আব্দুল মতিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামের সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আমির অধ্যাপক আব্দুল লতিফ, শহর শাখার সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন ৯নং ওয়ার্ড, সিরাজগঞ্জ পৌরসভা জাহিদুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক কর্তব্য। তারা আরও বলেন, বর্তমান সমাজে অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকেন, তাদের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখে মানুষের কল্যাণে কাজ করে যাবে। এছাড়া এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও মানবতার বন্ধন আরও দৃঢ় হবে।
সদ্য সংবাদ/ শুভশেখ



























