রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২৩:৫৩, ১৭ অক্টোবর ২০২৫

দুর্নীতির অভিযোগে চীনে ৯ শীর্ষ সেনা কর্মকর্তাকে বহিষ্কার

দুর্নীতির অভিযোগে চীনে ৯ শীর্ষ সেনা কর্মকর্তাকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে চীন সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেলকে বহিষ্কার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এটি কয়েক দশকের মধ্যে সেনাবাহিনীর ওপর অন্যতম বড় প্রকাশ্য অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। খবর বিবিসি।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত কর্মকর্তারা গুরুতর আর্থিক অপরাধে জড়িত সন্দেহভাজন এবং চীনা কমিউনিস্ট পার্টির শৃঙ্খলা গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। তাদের সামরিক বাহিনীর সদস্যপদ থেকেও অপসারণ করা হয়েছে এবং সামরিক বিচারের প্রক্রিয়া শুরু করা হবে।

বহিষ্কৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) ভাইস-চেয়ারম্যান হি ওয়েইডং, সিএমসির রাজনৈতিক কর্ম বিভাগের পরিচালক মিয়াও হুয়া, নির্বাহী উপ-পরিচালক হি হংজুন, জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের নির্বাহী উপ-পরিচালক ওয়াং শিউবিন, পূর্ব থিয়েটার কমান্ডার লিন জিয়াংইয়াং, সেনাবাহিনীর রাজনৈতিক কমিশার কিং শুটং, নৌবাহিনীর রাজনৈতিক কমিশার ইউয়ান হুয়াজি, রকেট ফোর্সেস কমান্ডার ওয়াং হুবিন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর কমান্ডার ওয়াং চুনিং।

হি ওয়েইডংকে চীনের সামরিক কাঠামোর দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণ্য করা হত। তিনি পলিটব্যুরোর সদস্যও ছিলেন এবং তিনিই প্রথম পলিটব্যুরোর সদস্য, যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে।

বহিষ্কারের ঘোষণা এসেছে এমন সময়ে, যখন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন শিগগির অনুষ্ঠিত হওয়ার কথা। মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপটি পার্টি ও সেনাবাহিনীতে দুর্নীতিবিরোধী অভিযান এবং শূন্য সহনশীলতা নীতির অংশ।

বিশ্লেষকরা মনে করছেন, এটি রাজনৈতিক কারণে শক্তি পুনর্বিন্যাস বা শুদ্ধিকরণের অংশ হিসেবেও দেখা যেতে পারে। গত বছর সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুও সিএমসি থেকে অপসারণ হওয়ার পর থেকে এই ধরনের শীর্ষ পর্যায়ের তদন্ত আরও বিস্তৃত হচ্ছে। সামরিক ও রাজনৈতিক পরিবর্তনগুলো আগামী নীতি ও নেতৃত্বের দিক নির্দেশনায় কীভাবে প্রভাব ফেলবে তা এখন নজরদারির বিষয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ