কোরআন অবমাননাকারী অপূর্বকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার
পবিত্র কোরআন অবমাননার অভিযোগে অপূর্ব রাদকে এবার স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
রোববার (৫ অক্টোবর) শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত অপূর্বের শিক্ষক জানায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রাদ একজন ধর্মান্তরিত মুসলমান। ২০২৩ সালের শেষের দিকে তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন, নাম পরিবর্তন করেন। নিয়মিত ধর্ম পালন করতেন। তবে পরবর্তীতে মাদকাসক্ত হয়ে পড়েন অপূর্ব। অস্বাভাবিক আচরণের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগেও তাকে বহিষ্কার করা হয়েছিল। অপূর্ব মানসিকভাবে স্থিতিশীল নয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, গতকাল শনিবার ওই শিক্ষার্থীকে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় দেখতে পেয়ে তাকে মারধর করে প্রত্যক্ষদর্শীরা। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছেন।



























