শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:৩৫, ১১ নভেম্বর ২০২৫

দিল্লিতে সন্ত্রাসী হামলার নিন্দা তালেবান সরকারের, দুঃখ প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

দিল্লিতে সন্ত্রাসী হামলার নিন্দা তালেবান সরকারের, দুঃখ প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার দিল্লি বিস্ফোরণের নিন্দা জানিয়েছে। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের দিল্লিস্থ লাল কেল্লায় বিস্ফোরণের নিন্দা জানাচ্ছে, যার ফলে বেসামরিক লোক প্রাণহানি হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে। আমরা শোকসন্তপ্ত পরিবার ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশটির সঙ্গে প্রাথমিকভাবে ভারতের দূরত্ব তৈরি হয়েছিল, তবে সাম্প্রতিক সময়ে তা বদলেছে। সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি একটি প্রতিনিধি দলের সঙ্গে ভারতে এসেছিলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও দিল্লি বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মর্মান্তিক ঘটনার দ্বারা প্রভাবিত পরিবার এবং সমগ্র ভারতীয়দের আমার আন্তরিক সমবেদনা। যদি এটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হয়, তবে এটির তীব্র নিন্দা প্রাপ্য।” তিনি আরও বলেন, “নিরীহ জীবনকে নিশানা করে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় এমন সহিংসতার কোনো যুক্তি থাকতে পারে না।”

অন্যদিকে, ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক মঙ্গলবার দিল্লির ঘটনার জন্য থিম্পুর চ্যাংলিমথাং স্টেডিয়ামে আয়োজিত ‘গ্লোবাল পিস প্রেয়ার ফেস্টিভাল’-এ প্রার্থনা করেছেন। হাজার হাজার মানুষ এই প্রার্থনা সভায় অংশ নিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের দু’দিনের সফরে উপস্থিত ছিলেন এবং থিম্পু থেকেই দিল্লি বিস্ফোরণের দায়ীদের রেহাই না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।