রংপুরে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
আত্মগোপনে থাকা যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের এক কর্মকর্তা।
রবিবার রাতে পৃথক অভিযানে নগরীর ধাপ বাজার থেকে যুবলীগ নেতা শাহিদ মাহমুদ (৫৫) ও খামার মোড় এলাকা থেকে ছাত্রলীগ নেতা আবু সালেহ নাহিদকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তার শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে নীলফামারী থানায় একাধিক মামলা রয়েছে।
রংপুর মহানগর পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শাহিদ মাহমুদ আত্মগোপনে ছিলেন।‘
অপরদিকে ছাত্রলীগ আবু সালেহ নাহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২ ব্যাচের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক ছিলেন। কয়েকদিন আগেই রংপুরে আসেন। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়।



























