রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান উল্টে স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৫, ৫ অক্টোবর ২০২৫

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
ছবি: সদ্য সংবাদ

নেত্রকোনায় যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি’র উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার খানাখন্দ সংস্কার করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনা পৌরশহরের সাতপাই পালপাড়া এলাকার প্রধান সড়কে এ সংস্কার কাজ সম্পন্ন হয়।

সরেজমিনে দেখা যায়, পৌর শহরের সাতপাই চক্ষু হাসপাতাল থেকে পালপাড়া মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বড় বড় খানাখন্দে ভরে ছিল। এতে পথচারী ও যানবাহন চালকদের জন্য চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হতো। পৌরসভা দীর্ঘ সময় ধরে রাস্তাটির সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছায়।

বিষয়টি যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি’র নজরে এলে তিনি নেতা-কর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন। পরে রবিবার দুপুরে নিজ নেতৃত্বে সংস্কার কাজ সম্পন্ন করেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, রাস্তাটি বড় বড় গর্তে ভরা থাকায় চলাচল ছিল কষ্টসাধ্য। এখন সংস্কার হওয়ায়  মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব হয়েছে।

এ প্রসঙ্গে সাবেক যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, 'দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কষ্ট দেখে আমরা বিএনপি পরিবার মিলে এই উদ্যোগ নিয়েছি। আমরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।'
 

সর্বশেষ