বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

চাঁদাবাজি-হামলা ও ভাঙচুরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

চাঁদাবাজি-হামলা ও ভাঙচুরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

ফরিদপুরে মাহিন্দ্র স্ট্যান্ডে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান লিমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে সকালেই শহরের ওয়্যারলেসপাড়া এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মাসুদুর রহমান লিমনকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের কোনো প্রকার কর্মকাণ্ডের দায়ভার যুবদল নেবে না এবং তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখতে সব পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেনও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মাসুদুর রহমান লিমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের গোয়ালচামট এলাকার ভাঙা রাস্তার মোড়ে যুবদল নেতা লিমনের নেতৃত্বে একটি দল চাঁদার দাবিতে টেম্পো স্ট্যান্ডে তাণ্ডব চালায়। এসময় ২৩টি মাহিন্দ্র ভাঙচুর করা হয় এবং সংঘর্ষে অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। এর মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে লিমনসহ দুজনকে গ্রেপ্তার করে।