রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান উল্টে স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫

সংগঠনের ভেতরে বিভক্তি নয়, ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি: নয়ন

সংগঠনের ভেতরে বিভক্তি নয়, ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি: নয়ন
ছবি: সংগৃহীত

প্রধান বক্তার বক্তব্যে রবিউল ইসলাম নয়ন নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,‍ সংগঠনের ভেতরে বিভক্তি নয়, বরং ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যুবদল ও ছাত্রদলকে জনগণের ভরসার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে।

আজ (২৫ সেপ্টম্বর) মাগুরা-২ আসনের অন্তর্গত মহম্মদপুর উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক ছাত্র-যুব সমাবেশ এসব কথা বলেন তিনি।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মাগুরার তৃণমূল রাজনীতির পরীক্ষিত নেতা জনাব রবিউল ইসলাম নয়ন। সমাবেশের সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।

রবিউল ইসলাম নয়ন বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সংগঠনের শক্তি হচ্ছে জনগণের শক্তি। এই শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে পারলেই দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপির প্রতিটি কর্মসূচি সফল করতে যুবদল ও ছাত্রদলকে সদা সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। রাজপথেই আমাদের শক্তির প্রমাণ দিতে হবে।

তিনি যুবসমাজকে উদ্দেশ্য করে বলেন, আজকের তরুণরাই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। তাদের চিন্তা, মেধা ও সাহসিকতা দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। সংগঠনের ভেতরে শৃঙ্খলা, আদর্শ এবং জনগণের আস্থা অর্জন করতে পারলেই বিএনপি আবারও দেশের মানুষের কাছে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাবে।

সমাবেশে প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল তার বক্তব্যে বলেন, যুবদল ও ছাত্রদলের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ইতিবাচক রাজনীতির মাধ্যমে আমরা জনগণের আস্থা পুনরুদ্ধার করতে সক্ষম হবো।

সমাবেশে বক্তারা মনে করেন, রবিউল ইসলাম নয়নের নেতৃত্ব ও দিকনির্দেশনা মাগুরার তরুণ সমাজকে নতুন উদ্যমে সংগঠিত করবে এবং বিএনপির আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ