সংগঠনের ভেতরে বিভক্তি নয়, ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি: নয়ন
প্রধান বক্তার বক্তব্যে রবিউল ইসলাম নয়ন নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের ভেতরে বিভক্তি নয়, বরং ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যুবদল ও ছাত্রদলকে জনগণের ভরসার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে।
আজ (২৫ সেপ্টম্বর) মাগুরা-২ আসনের অন্তর্গত মহম্মদপুর উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক ছাত্র-যুব সমাবেশ এসব কথা বলেন তিনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মাগুরার তৃণমূল রাজনীতির পরীক্ষিত নেতা জনাব রবিউল ইসলাম নয়ন। সমাবেশের সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।
রবিউল ইসলাম নয়ন বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সংগঠনের শক্তি হচ্ছে জনগণের শক্তি। এই শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে পারলেই দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপির প্রতিটি কর্মসূচি সফল করতে যুবদল ও ছাত্রদলকে সদা সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। রাজপথেই আমাদের শক্তির প্রমাণ দিতে হবে।
তিনি যুবসমাজকে উদ্দেশ্য করে বলেন, আজকের তরুণরাই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। তাদের চিন্তা, মেধা ও সাহসিকতা দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। সংগঠনের ভেতরে শৃঙ্খলা, আদর্শ এবং জনগণের আস্থা অর্জন করতে পারলেই বিএনপি আবারও দেশের মানুষের কাছে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাবে।
সমাবেশে প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল তার বক্তব্যে বলেন, যুবদল ও ছাত্রদলের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ইতিবাচক রাজনীতির মাধ্যমে আমরা জনগণের আস্থা পুনরুদ্ধার করতে সক্ষম হবো।
সমাবেশে বক্তারা মনে করেন, রবিউল ইসলাম নয়নের নেতৃত্ব ও দিকনির্দেশনা মাগুরার তরুণ সমাজকে নতুন উদ্যমে সংগঠিত করবে এবং বিএনপির আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সদ্য সংবাদ/এসএইচ



























