শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৮, ১৬ অক্টোবর ২০২৫

মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত - আহত লাল মিয়া

মাদক সেবনে বাধা দেওয়ায় শরীয়তপুর গোসাইরহাটে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধীপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

আহত ব্যাক্তির নাম লাল মিয়া বেপারী (৫১)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই ঘটনায় লাল মিয়া বাদী হয়ে বুধবার (১৫ অক্টোবর) রাতে ছয়জনের নাম উল্লেখ করে গোসাইরহাট থানায় একটি মামলা এজাহার করেন।

মামলা সুত্রে জানা যায়, গিয়াস উদ্দিন বেপারী ছেলে আবু সিদ্দিক বেপারী (৩০),আমির হোসেন বাঘার ছেলে অনিক বাঘা (১৯),মৃত মোস্তফা সরদার ছেলে লিমন সরদার (২০), রিপন সরদারের ছেলে শামীম সরদার (২১),আলী হোসেন হাওলাদার ছেলে মাইনুদ্দিন হাওলাদার (৩০), মৃত আলী আহাম্মদ হাওলাদার ছেলে আলী হোসেন হাওলাদার (৬৪)। 

জানা যায়, তারা এলাকায়  বহুদিন থেকে ইয়বাসহ বিভিন্ন মাদক সেবন করে আসছেন। কয়েকদিন আগে লাল মিয়ার সাথে আবু সিদ্দিক বেপারীর গিয়াস উদ্দিন বেপারী ছেলের কথা কাটাকাটি হয়।এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় (১৪ অক্টোবর) লাল মিয়ার ওপর তারা অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা লাল মিয়াকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

একালাবাসীর থেকে জানা যায়, তারা বিনটিয়া গ্রামের চিহিৃত মাদক মাদকসেবী। 

গোসাইরহাজ থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান,  মাদকসেবীদের হামলায় একজন আহতের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ