মুফতি আমির হামজার ওপর হামলা
রাজধানীর জুরাইনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তার ওপর এই হামলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুরাইন সেতু মার্কেটের সামনে রিকশা চালকের কাছে চাঁদা দাবি করে স্থানীয় বিএনপির পরিচয়ধারী একদল বখাটে। চাঁদা না দেওয়ায় তারা রিকশা চালকের ওপর চড়াও হলে মুফতি আমির হামজা প্রতিবাদ করেন। এর জের ধরে হামলাকারীরা হামজার ওপর হামলা চালায়। হামলায় তার মাথা ফেটে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে হামলার সঙ্গে জড়িত সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, '২৪শে আগস্টের পর সারা দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। তাদের অবিলম্বে রুখতে হবে, না হলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। এ ঘটনাকে আমরা সাধারণভাবে দেখছি না। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটা দেশব্যাপী একটি বিশেষ দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের একটা ধারাবাহিক অংশ। এ দেশের মানুষ আগামী নির্বাচনে এর শক্ত জবাব ভোটের মাধ্যমে দেবে ইনশাল্লাহ।'
এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



























