শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৬:৫২, ৪ অক্টোবর ২০২৫

জনরোষ থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৮

জনরোষ থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৮
ছবি: সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন এলাকার সুরমা গেট এলাকায় পালিয়ে আসা ছেলে-মেয়ের ভিডিও ধারণকারীকে জনরোষ থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িও ভাঙচুর করে লোকজন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ এ ঘটনায় ৮ জনকে আটক করেছে। হামলায় আহতদের মধ্যে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন, এএসআই আব্দুল খালেকসহ পাঁচ পুলিশ সদস্য ছাড়াও ১০ জন রয়েছে।

স্থানীয় ‍ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের কারণে দুই ছেলে-মেয়ে পালিয়ে যাওয়ার সময় শাহপরান গেটে একটি দোকানের সামনে তাদের অভিভাবকরা আটকে ফেলেন। ওই সময় উভয়ের পরিবার রাগান্বিত হয়ে ঘটনাস্থলে তাদের চড়-থাপ্পড় দেন। মারধরের দৃশ্য ভিডিও ধারণ করেন ফয়সল কাদির নামের এক ব্যক্তি। এ নিয়ে লোকজন প্রতিবাদমুখী হয়ে উঠে ফয়সল কাদেরের দোকান ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করতে গেলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। জনরোষ থেকে কাদির ও তার ভাইকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতেও হামলা করে লোকজন। 

মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সমকালকে জানিয়েছেন, পুলিশ উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে। আহত পুলিশ সদস্যরা ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার মামলার প্রস্তুতি চলছে।
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ