ট্রাম্পের আহ্বান অমান্য করে গাজায় ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার পরও গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হয়।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘গত রাতটি ছিল ভয়াবহ। ইসরায়েলি সেনারা গাজা সিটি ও আশপাশের এলাকায় একের পর এক বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরও তারা হামলা চালিয়েছে।’
তিনি জানান, রাতের হামলায় অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।
ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেওয়ার পর গাজার সাধারণ মানুষ বাড়িঘরে ফেরার চেষ্টা শুরু করেছিল। কিন্তু এরপরই ইসরায়েল সতর্কবার্তা দিয়ে জানায়, গাজা সিটি এখনো যুদ্ধপ্রবণ এলাকা। সেখানে গেলে প্রাণহানি ঘটতে পারে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, “গাজা সিটিতে আমাদের অভিযান চলছে। উত্তর, দক্ষিণ এবং সেনারা সক্রিয় যে সব এলাকায় কেউ যেন না ফেরে।”
এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস শর্তসাপেক্ষে রাজি হওয়ার পর গাজার মানুষ আশা করেছিল, আড়াই বছর ধরে চলা এই যুদ্ধ হয়তো শেষের পথে। তবে যুদ্ধবিরতি স্থায়ী হবে কি না, তা এখনো অনিশ্চিত। ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলি সেনাদের তাৎক্ষণিক প্রত্যাহারের কথা নেই। বরং হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দেওয়া হয়েছে, যা সহজে মানবে না গোষ্ঠীটি।
সূত্র: এএফপি



























