আশ্রয় নয়, গাজার স্কুলে নেমে এলো মৃত্যু
গাজার হালিমা আল-সাদিয়াহ স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষেরা হয়তো ভেবেছিলেন, কিছুটা নিরাপত্তা পাবে এই স্কুলে। কিন্তু ভোর না হতেই তাদের আশ্রয়স্থলটি রূপ নেয় মৃত্যুপুরীতে। একটি ভয়াবহ বিস্ফোরণে শ্রেণিকক্ষগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়, ছিন্নভিন্ন হয়ে ছিটকে পড়ে নারী ও শিশুর দেহ।