রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:১৭, ১০ নভেম্বর ২০২৫

‘কয়েক শ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন’

‘কয়েক শ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন’
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী স্বাধীন আন্দোলন সুসংগঠিত রাখার জন্য কয়েক শ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি এই বক্তব্য রাখেন।

শরিফ ওসমান হাদী তার পোস্টে বলেন, ১৩ তারিখ ফজরে তারা শাহবাগে নামাজ পড়বে; এক হাতে লিফলেট আর অন্য হাতে বাঁশের লাঠি থাকবে। সারাদিন রাজপথে ভোটারযোগ করার পাশাপাশি, তিনি বলেন, ‘খুনি লীগের গুণ্ডাগুলাকে’ খুঁজে ব্যবস্থা নেবে দলটি।

পোস্টে তিনি জানান, যেসব ব্যক্তিকে তিনি ‘দিল্লির জঙ্গি’ হিসেবে অভিহিত করেছেন, কাউকে এক মিনিটের জন্যও পাওয়ার মত অবস্থায় রেখে দেওয়া হবে না; সেগুলো পুলিশে হস্তান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তার পক্ষের কার্যক্রমে শহীদ পরিবার এবং আহতরা থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।

শরিফ ওসমান হাদী আরো দাবি করেন যে, দেশ ধ্বংসের পরিকল্পনার জন্য ফেরাউসিনা কয়েক শ কোটি টাকা বাজেট করেছে এবং তিনি সবাইকে সেই বিপত্তি প্রতিরোধে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে শেষ করেন ‘আজাদির এই জমিনকে আমরা আর জাহান্নাম হতে দেব না, ইনশাআল্লাহ।’

সর্বশেষ