সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ সহযোগী রিমান্ডে
দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন সহযোগীকে দুই মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ প্রদান করেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়।
আসামিরা হলেন- ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মো. আব্দুল আজিজ, ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আরামিট পিএলসি এজিএম উৎপল পাল।
এরপর দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান ও সহকারী পরিচালক হাফিজুর রহমান দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন জানান। রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৮ সেপ্টেম্বর দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, আসামিরা তরফদার রুহুল আমিনকে ভয়ভীতি দেখিয়ে ৪১ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করে মানি লন্ডারিংসহ বিভিন্ন অপরাধে জড়িত।
সদ্য সংবাদ/এসএইচ



























