মাই টিভির চেয়ারম্যান নাসিরকে ৭ দিনের রিমান্ডে চায় সিআইডি
জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ঘটে যাওয়া এক হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক খান মো. এরফান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রিমান্ডের আবেদন করেন। শুনানি যাত্রাবাড়ী থানার আদালতে হবে, এবং সাথীকে আদালতে হাজির করা হয়েছে। বর্তমানে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে, শুনানির সময় তাকে এজলাসে তোলা হবে।