মাই টিভির চেয়ারম্যান নাসিরকে ৭ দিনের রিমান্ডে চায় সিআইডি

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ঘটে যাওয়া এক হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক খান মো. এরফান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রিমান্ডের আবেদন করেন। শুনানি যাত্রাবাড়ী থানার আদালতে হবে, এবং সাথীকে আদালতে হাজির করা হয়েছে। বর্তমানে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে, শুনানির সময় তাকে এজলাসে তোলা হবে।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, মামলার এজাহারনামীয় ১ নং আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সহায়তায় নাসির উদ্দিন সাথী মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে করতে ছাত্র আন্দোলনের বিরোধী উস্কানিমূলক বক্তব্য এবং প্রচার কার্যক্রম পরিচালনা করেছেন। তার এ কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা ও কর্মীরা নির্বিচারে গুলি চালায়, যা সংঘর্ষে মো. আসাদুল হক বাবুর মৃত্যু হয়।
তদন্তে উঠে এসেছে, সাথী সাংবাদিকতার দায়িত্বে থাকলেও দলীয় ও ব্যক্তিগত স্বার্থে সাবেক সরকারের নির্দেশ মেনে বিরোধী পক্ষের প্রতি প্রতিক্রিয়াশীল অবস্থান নেন। প্রকৃত ঘটনা উদঘাটন এবং অজ্ঞাতনামা আসামিদের শনাক্তের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করা হচ্ছে।
রোববার রাজধানীর গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশ সাথীকে গ্রেপ্তার করে। নিহত আসাদুল হক বাবুর বাবা জয়নাল আবেদীন ২০২৩ সালের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। নাসির উদ্দিন সাথী ২২ নাম্বারে, তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নাম্বারে আসামি।