চাঁদাবাজির ঘটনায় ৪ সমন্বয়কের রিমান্ড আবেদন

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় ৫০ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে ১০ দিনের রিমান্ডে নিতে পুলিশ আবেদন করেছে।
রোববার (২৭ জুলাই)) মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। রিমান্ড আবেদনকারী অন্যরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন।
এর আগে একই দিন সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। রিয়াদ ছাড়াও অন্য আসামিরা হলেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ও শিশু মো. আমিনুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ জুলাই সকালে আসামিরা শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণাংকার দাবি করেন। টাকা না দিলে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন। বাধ্য হয়ে বাদী সিদ্দিক আবু জাফর ১০ লাখ টাকা প্রদান করেন। পরে ১৯ জুলাই রাতে আসামিরা বাদীর বাসায় প্রবেশ করে দরজায় ধাক্কা মারে।
২৬ জুলাই বিকেলে আসামিরা বাদীর বাসার সামনে এসে বাকি ৪০ লাখ টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেবেন বলে হুমকি দেন। বিষয়টি পুলিশকে জানালে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। এজাহারনামীয় আসামি কাজী গৌরব অপু পালিয়ে যায়।