হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান সাথী ৫ দিনের রিমান্ডে

ঢাকার যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময় আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সোমবার (১৮ আগস্ট) ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে রোববার গ্রেফতার করে সাথীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।