শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর

নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী সংক্রামক রোগ

নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী সংক্রামক রোগ

প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ মেলিওডোসিস নীরবে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের গ্রামীণ জনপদে। ইতিমধ্যে ১৮টি জেলায় শনাক্ত হওয়া এ রোগটির সংক্রমণ মূলত দেখা যাচ্ছে প্রান্তিক কৃষিজীবীদের মধ্যে, যারা নিয়মিত মাটি ও পানির সংস্পর্শে থাকেন। আক্রান্ত ব্যক্তিদের শরীর থেকে শ্বাস-প্রশ্বাস বা স্পর্শের মাধ্যমে অন্যদের মধ্যেও এটি ছড়াচ্ছে। রোগটির মৃত্যুহার ৪০ শতাংশেরও বেশি, যা করোনাভাইরাস মহামারিতে দেশের মৃত্যুহারের তুলনায় তিনগুণ। দীর্ঘদিন ধরে রোগটি দেশে বিদ্যমান থাকলেও স্বাস্থ্যখাতের নীতিনির্ধারকদের নজরে আসেনি। ফলে নেই রোগ শনাক্তের পর্যাপ্ত সুবিধা, নেই চিকিৎসকদের প্রশিক্ষণ, আর এর জেরে রোগ নির্ণয়বিহীন চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।