শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৮, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৫৩, ১০ জুলাই ২০২৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, বরিশালে সর্বাধিক আক্রান্ত

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, বরিশালে সর্বাধিক আক্রান্ত

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই দুই জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে, যেখানে একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছে ১০১ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বর্ষাকালজুড়ে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। এ অবস্থায় জনসচেতনতা, মশা নিধন কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্যসেবা খাতে প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করছেন তারা।