শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৩৮, ১৪ জুলাই ২০২৫

বিজ্ঞপ্তি ছাড়াই শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসক নিয়োগের তদন্ত চলছে : স্বাস্থ্য উপদেষ্টা

বিজ্ঞপ্তি ছাড়াই শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসক নিয়োগের তদন্ত চলছে : স্বাস্থ্য উপদেষ্টা

বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬৫ জন চিকিৎসক নিয়োগের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (১৪ জুলাই) ‘জনসংখ্যা নীতি ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি জানান, ‘নিয়োগের বিষয়ে জানার পরপরই তদন্ত শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এর যৌক্তিকতার ব্যাখ্যা চাওয়া হয়েছে। তদন্ত শেষে যা কিছু আইনগতভাবে করা প্রয়োজন, তা-ই করা হবে। বেআইনি কোনো কাজকে প্রশ্রয় দেওয়া হবে না।’

জানা গেছে, গত ২৯ জুন হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. মাহবুবুল হক ৬৫ জন চিকিৎসকের একটি নিয়োগ তালিকা তৈরি করেন, যা পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক অনুমোদন দেন। তবে কোনো ধরনের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার ছাড়াই এ নিয়োগ দেওয়া হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা, সচেতনতা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন জরুরি। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’