বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ২৬ জুলাই ২০২৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩১ জন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩১ জন
ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রামে ৩০ জন, ঢাকা বিভাগের বাইরের এলাকায় ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনায় ১৮ জন এবং ময়মনসিংহে ৩ জন আক্রান্ত হয়েছেন।

এসময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ২৭৫ জন। চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১২০ জন। এর মধ্যে ৫৮.৬% পুরুষ এবং ৪১.৪% নারী।

স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এডিস মশা নির্মূলে নিজ নিজ বাসাবাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে।

সম্পর্কিত বিষয়: