বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৯, ২০ জুলাই ২০২৫

শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল

শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল
ছবি: ইন্টারনেট

নিয়োগে অনিয়মের অভিযোগের পর ৬৫ জন চিকিৎসকের অ্যাডহক নিয়োগ বাতিল করেছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। এবার নতুন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সব নিয়ম অনুসরণ করে ৪২ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম। তিনি বলেন, ‘আগে ছয় মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। সে সময় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। যেহেতু বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, আমরা পুরোনো নিয়োগ বাতিল করে দিয়েছি।’

তিনি আরও জানান, এখন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করে পরীক্ষার মাধ্যমে নিয়ম অনুযায়ী নিয়োগ পাবেন।

উল্লেখ্য, এর আগে গণমাধ্যমে শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসক নিয়োগে অনিয়মের খবর প্রকাশিত হয়, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।