বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ২২ জুলাই ২০২৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ছবি: ইন্টারনেট

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২২ জুলাই) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বর্তমানে ঢাকাসহ দেশের সব বিভাগেই ডেঙ্গুর সংক্রমণ রয়েছে। বিভাগভিত্তিক রোগী ভর্তির সংখ্যা-

বরিশাল: ১২৭ জন, চট্টগ্রাম: ৫১ জন, ঢাকা বিভাগ (সিটি এলাকার বাইরে): ৬৮ জন, ঢাকা দক্ষিণ সিটি: ৮১ জন, ঢাকা উত্তর সিটি: ৪০ জন, খুলনা: ৩৩ জন, ময়মনসিংহ: ৮ জন, রাজশাহী: ২৯ জন, রংপুর: ৫ জন ও সিলেট: ২ জন।

গত ২৪ ঘণ্টায় ৪০২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছর ১৬ হাজার ৬২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে।

তুলনামূলকভাবে গত বছরের চিত্র ছিল আরও ভয়াবহ। ২০২৪ সালে সারা দেশে ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মারা যান ৫৭৫ জন। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সম্পর্কিত বিষয়: