র্যাবের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গ্রেফতার, ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার
চট্টগ্রামের পটিয়ায় র্যাবের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ও প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
গ্রেফতারকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা হলেন মো. আবদুল্লাহ আল মামুন (৪১), সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি লক্ষ্মীপুর সদর থানার আবদুল মতিনের ছেলে।
র্যাব জানায়, কক্সবাজার থেকে দুটি মাইক্রোবাসে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামে আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার খরনা এলাকায় কাদের এলপিজি ফিলিং স্টেশনের সামনে তল্লাশি চৌকি বসানো হয়। একটির চালক পালানোর চেষ্টা করলেও পরে দুটি মাইক্রোবাসই আটক করা হয়। অভিযানকালে আবদুল্লাহ আল মামুনের প্যান্টের পকেট থেকে ১০টি ইয়াবা বড়ি, একটি ওয়াকিটকি সেট এবং গাড়ি থেকে ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা উদ্ধার করা হয়। বাকি ইয়াবা উদ্ধার হয়েছে অপর মাইক্রোবাস থেকে।
অপর গ্রেফতারকৃতরা হলেন: কুমিল্লার মো. মাঈনুদ্দীন (৩০), চট্টগ্রামের মো. রাশেদুল আলম (৩৮), মো. জসিম উদ্দিন (৪১) এবং জামালপুরের মো. জুনায়েদ তানভীর (২৯)। অভিযানের সময় এক মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, এএসআই আবদুল্লাহ আল মামুনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
সদ্য সংবাদ/এমটি























