শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৭, ১৪ আগস্ট ২০২৫

ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কানাইপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও মাগুরাগামী ডিডি পরিবহনের দুটি বাস। সংঘর্ষের ফলে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—রঞ্জিত কুমার ও আতিয়ার শেখ।

ব্রিজের ওপর দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন হলে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে করিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ