শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০২, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ২৩:১৪, ১৪ নভেম্বর ২০২৫

লংগদুতে পিসিসিপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লংগদুতে পিসিসিপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিছিয়ে থাকা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও উন্নয়নে কাজ করা সংগঠন পিসিসিপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে লংগদু উপজেলা শাখা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় লংগদু উপজেলার বাইট্টাপাড়ায় মোটরসাইকেল সমিতির কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি স্মরণীয়ভাবে পালন করা হয়।

অনুষ্ঠানটিকে সফল করতে সার্বিক সহযোগিতা করেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, প্রচার সম্পাদক জাহিদ বিন খলিল এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পিসিসিপি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উন্নয়ন, অধিকার রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আগামীতেও শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আরও সুসংগঠিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

তারা আরও বলেন, পিসিসিপির পাঁচ বছরের পথচলা শুধু একটি সংখ্যা নয়—এটি সংগ্রাম, অর্জন এবং শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকারের প্রতীক। ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে ভবিষ্যতে আরও বড় পরিসরে শিক্ষার্থীদের সেবা ও নেতৃত্ব দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে মিলনমেলা, শুভেচ্ছা বিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শেষ হয়।