শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪০, ১২ নভেম্বর ২০২৫

বাঘাইছড়িতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সদ্য সংবাদ

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো.ওমর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।

এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, জেলা মহিলা নেত্রী ও সাবেক ধানের শীষের প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক রাঙ্গামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টাে, জেলা সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু সহ সংগঠনের নেতৃবৃন্দ। 

সভায় সকল নেতাকর্মীকে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান বক্তারা। এর আগে বটতলী বড় হুজুর এর মাজার ও ছাত্রদলের নেতা মরহুম জসিম উদ্দিন এর কবর জিয়ারত করেন দীপেন দেওয়ান।

মো. নাজমুল হোসেন ইমন/এমটি