রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:৫৬, ১ নভেম্বর ২০২৫

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিভাগের অধীনে নিন: আইজিপি

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিভাগের অধীনে নিন: আইজিপি
ছবি: সংগৃহীত

পুলিশ বাহিনীকে রাজনৈতিক ও কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, ‘আমাকে রাজনৈতিক প্রভাবমুক্ত, কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে একটি স্বাধীন বডির অধীনে নিয়ে যান। আমি সেই আস্থাটা পেতে চাই যে, রাজনৈতিক সরকার দেশ চালাবে, কিন্তু প্রভাব বিস্তার করবে না।’

গত এক বছরের অভিজ্ঞতা তুলে ধরে আইজিপি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবল প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। মাঝেমধ্যে আমাকে নিয়েও প্রশ্ন তোলা হয় ‘উনি কি আমাদের লোক?’

জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষের মধ্যে কতটা ঘৃণা জমা হলে পুলিশ থানা ছেড়ে পালাতে পারে এমনটা ১৫০ বছরে হয়নি। মুক্তিযুদ্ধের সময়ও পুলিশকে পালাতে হয়নি, কিন্তু জুলাই-আগস্টে পালাতে হয়েছে। আমাদের নিজেদের আত্মসমালোচনা করা উচিত, কীভাবে আমরা ব্যবহৃত হয়েছি গত ১৫ বছর ‘

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো যেন পুলিশকে ব্যবহার না করে বরং একটি নিরপেক্ষ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে।’

তদন্ত ও গ্রেপ্তারের ক্ষেত্রে স্বাধীনতা চেয়ে বাহারুল আলম বলেন, মামলা তদন্ত বা গ্রেপ্তারের ক্ষেত্রে যেন কোনো বাহ্যিক নির্দেশনা না আসে। আইন অনুযায়ী পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।’

আইজিপি আরও বলেন, পুলিশের ওপর সরকারের অতি-নিয়ন্ত্রণ কমানো ছাড়া প্রকৃত সংস্কার সম্ভব নয়।

সর্বশেষ