খন্দকার এনায়েতুল্লাহর এনা পরিবহনের ১৮৭ বাস বিআরটিসিকে দেওয়ার নির্দেশ আদালতের
আদালতের নির্দেশে খন্দকার এনায়েতুল্লাহর মালিকানাধীন এনা পরিবহনের ১৮৭টি বাস দ্রুতই বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) হাতে তুলে দেওয়া হচ্ছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে এই বাসগুলো বিআরটিসির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাসগুলো হস্তান্তরের পর থেকে সেগুলোর সমস্ত আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় যাচাই–বাছাই শেষে বাসগুলো ধীরে ধীরে সরকারি পরিবহন বহরে যুক্ত করা হবে, যাতে গণপরিবহন সেবায় ব্যবহার করা যায়।
প্রসঙ্গত, খন্দকার এনায়েতুল্লাহ ছিলেন এনা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান ও বাস মালিক সমিতির নেতা। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদক তদন্ত চালাচ্ছে।



























