রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৭, ১১ নভেম্বর ২০২৫

মধ্যরাতে রাজধানীতে তিনটি বাস ও প্রাইভেটকারে আগুন

মধ্যরাতে রাজধানীতে তিনটি বাস ও প্রাইভেটকারে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীতে মধ্যরাতে তিনটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত যাত্রাবাড়ী, রায়েরবাগ, উত্তরা ও বসুন্ধরা গেট এলাকায় এসব অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন জানান, রাত ১২টা ৫৪ মিনিটে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুনের সংবাদ আসে। একই রাতে রাত ২টা ৩৫ মিনিটে রাজধানীর ১০০ ফিট রোডসংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুনের ঘটনা ঘটে। সর্বশেষ ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদ এলাকার খালপাড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগানো হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সবগুলো বাসই তখন রাস্তার পাশে পার্ক করা অবস্থায় ছিল।

এসব ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও সাম্প্রতিক ঘটনায় রাজধানীবাসীদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ