রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৮, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:০৯, ১১ নভেম্বর ২০২৫

মধ্যরাতে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের বাসে অগ্নিকাণ্ড

মধ্যরাতে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের বাসে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে মধ্যরাতে রাইদা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

সোমবার (১০ নভেম্বর) মধ্যরাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত একটার দিকে তারা দেখতে পান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাইদা পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের অংশ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত চারটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং আট স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও রাজধানীবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, কে বা কারা এসব ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ