বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ২১ অক্টোবর ২০২৫

ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে সূত্রপাতের সম্ভাবনা: বেবিচক চেয়ারম্যান

ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে সূত্রপাতের সম্ভাবনা: বেবিচক চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তবে তিনি নিশ্চিত করে বলেন, আগুনের প্রকৃত কারণ এখনো তদন্তাধীন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এমনটা জানান চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মোস্তফা মাহমুদ বলেন, 'আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট মাত্র ৩০ সেকেন্ডে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের বিভিন্ন দল দ্রুত উদ্ধার তৎপরতায় যুক্ত হয়। প্রায় ৪০টির বেশি ফায়ার ভেহিকল আগুন নেভাতে অংশ নেয়।'

তিনি বলেন, 'আগুন লাগার সময় টার্মিনালের ভিতরে বেশ কয়েকটি বিমান ছিল। দ্রুত তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিমানবন্দরের উত্তর ও দক্ষিণ অংশে কাট-অফ মেকানিজম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।'

অগ্নিকাণ্ডের সময় ১৫টি ফ্লাইট ভিন্ন রুটে পাঠানো হয় এবং যাত্রীদের অনেককে পরদিন বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। তাছাড়া উত্তর পাশে বিমানের হ্যাঙ্গার ও দক্ষিণ পাশে মূল টার্মিনাল থাকলেও আগুন ছড়িয়ে পড়েনি।

চেয়ারম্যান আরও বলেন, 'একাধিক সংস্থা আগুনের কারণ খুঁজে বের করার জন্য কাজ করছে। নির্ভরযোগ্য তথ্য ছাড়া কোনো মন্তব্য করা ঠিক হবে না। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, যা বড় ধরনের বিপর্যয় এড়াতে সহায়ক হয়েছে।'

সদ্য সংবাদ/এমটি