‘শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ সচল করতে এক মাস লাগবে’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-তে নতুন স্থানে আমদানি পণ্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (‘বিজিএমইএ’) পরিচালক ফয়সাল সামাদ। তিনি বলেন, ‘আগে যেখানে ৭২ ঘণ্টা লাগত, এবার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য খালাস করা সম্ভব হবে।’ তিনি আরও জানান, পুড়ে যাওয়া কার্গো ভিলেজ পুনরায় সচল হতে ১৫ থেকে ৩০ দিন সময় লাগবে।