বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

একদিন পরেও ধোঁয়া উড়ছে কার্গো ভিলেজ থেকে, চলছে উদ্ধারকাজ

একদিন পরেও ধোঁয়া উড়ছে কার্গো ভিলেজ থেকে, চলছে উদ্ধারকাজ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন পরও ধোঁয়া উড়ছে ধ্বংসস্তূপ থেকে। শনিবারের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কার্গো ভিলেজের একটি বড় অংশ। আগুন নিয়ন্ত্রণে এলেও রোববার সকাল পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যরা দুই পাশ থেকে পানি ছিটিয়ে ধোঁয়া নিরসনের কাজ চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানিয়েছেন, আগুন পুরোপুরি নেভানো হলেও উদ্ধারকাজ এখনো চলছে। ধোঁয়া ও তাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে পানি ছিটানো হচ্ছে।

আগামী তিন দিন ‘নন শিডিউলড’ ফ্লাইটের খরচ মওকুফ: শেখ বশিরউদ্দীন

আগামী তিন দিন ‘নন শিডিউলড’ ফ্লাইটের খরচ মওকুফ: শেখ বশিরউদ্দীন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে সূচি হেরফের হওয়ায় আগামী তিন দিনের সব ‘নন শিডিউলড’ ফ্লাইটের খরচ মওকুফ করা হবে। এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (১৯ অক্টোবর) বিমানবন্দরের আট নম্বর কার্গো গেটের সামনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, `প্রায় ২১টির মতো ফ্লাইট ডাইভার্ট ও বাতিল করতে হয়েছে। যাত্রীদের কষ্ট কমাতে আমরা একটি অর্ডার জারি করেছি। যার মাধ্যমে আগামী তিন দিন আসা সব নন শিডিউলড ফ্লাইটের খরচ আমরা মওকুফ করব।`

২২ ঘণ্টায়ও নেভেনি শাহজালালের আগুন, চলছে উদ্ধারকাজ

২২ ঘণ্টায়ও নেভেনি শাহজালালের আগুন, চলছে উদ্ধারকাজ

নিয়ন্ত্রণে আসলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ২২ ঘণ্টা পার হলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। রোববার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকেও ঘটনাস্থলে দূর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই পাশ থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, সেইসঙ্গে উদ্ধারকাজও চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সাহায্য করছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন এখনও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি এবং কবে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে তা বলা যাচ্ছে না। ঢাকার উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস এখনও উদ্ধারকাজ চালাচ্ছে এবং নিরাপত্তার জন্য বিপুল পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি।