বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ১৯ অক্টোবর ২০২৫

একদিন পরেও ধোঁয়া উড়ছে কার্গো ভিলেজ থেকে, চলছে উদ্ধারকাজ

একদিন পরেও ধোঁয়া উড়ছে কার্গো ভিলেজ থেকে, চলছে উদ্ধারকাজ
ছবি: সদ্য সংবাদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন পরও ধোঁয়া উড়ছে ধ্বংসস্তূপ থেকে। শনিবারের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কার্গো ভিলেজের একটি বড় অংশ। আগুন নিয়ন্ত্রণে এলেও রোববার সকাল পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যরা দুই পাশ থেকে পানি ছিটিয়ে ধোঁয়া নিরসনের কাজ চালিয়ে যাচ্ছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানিয়েছেন, আগুন পুরোপুরি নেভানো হলেও উদ্ধারকাজ এখনো চলছে। ধোঁয়া ও তাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে পানি ছিটানো হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, 'ফায়ার সার্ভিস এখনো ঘটনাস্থলে কাজ করছে। নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।'

শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরাও। টানা সাত ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিমানবন্দর পুনরায় চালু করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল সেখানে আমদানি করা বিভিন্ন পণ্যসামগ্রী সংরক্ষিত ছিল। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।

এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস, সিভিল অ্যাভিয়েশন ও আনসারসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আনসার সদস্য ২৫ জনকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সদ্য সংবাদ/এমটি