বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ১৮ অক্টোবর ২০২৫

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা পুনরায় শুরু

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা পুনরায় শুরু
ছবি: সংগৃহীত

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে বন্ধ থাকা ফ্লাইট ওঠানামা ছয় ঘণ্টা পর পুনরায় শুরু হয়েছে।

শনিবার রাত ৯টা ৬ মিনিটে প্রথম ফ্লাইট ছেড়ে গেছে, জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা রানওয়ে ৯টা থেকে চালু হওয়ায় ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো দ্রুত ঢাকা ফিরে আসবে।

আগুনের সূত্রপাত হয়েছিল শনিবার বেলা সোয়া ২টার দিকে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের কুরিয়ার অংশে। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, সিভিল অ্যাভিয়েশন, আনসার, সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফলে দেশের প্রধান বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। ঢাকায় নামতে থাকা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। অগ্নিকাণ্ডের প্রভাবে আটটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে, যার মধ্যে ব্যাংকক-ঢাকা ও শারজাহ-ঢাকা ফ্লাইটও রয়েছে। এছাড়া, দিল্লি-ঢাকা ফ্লাইট কলকাতায় অবতরণ করে।

ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছিল। হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমানও অবতরণ না করতে পেরে অন্য বিমানবন্দরে চলে যায়।

পরবর্তীতে রাত ৯টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে। মন্ত্রণালয় যাত্রী ও সাধারণ জনগণের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।