‘শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ সচল করতে এক মাস লাগবে’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-তে নতুন স্থানে আমদানি পণ্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (‘বিজিএমইএ’) পরিচালক ফয়সাল সামাদ। তিনি বলেন, ‘আগে যেখানে ৭২ ঘণ্টা লাগত, এবার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য খালাস করা সম্ভব হবে।’ তিনি আরও জানান, পুড়ে যাওয়া কার্গো ভিলেজ পুনরায় সচল হতে ১৫ থেকে ৩০ দিন সময় লাগবে।
রোববার (১৯ অক্টোবর) শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ফয়সাল সামাদ এসব তথ্য জানান।
এদিন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে পোশাক উদ্যোক্তাদের উদ্বেগ তুলে ধরেন এবং শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার জন্য সহযোগিতা কামনা করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ফয়সাল সামাদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে ভয়াবহ চিত্র দেখেছি। আগুনে পুরো আমদানি সেকশন পুড়ে গেছে।’ তিনি জানান, মন্ত্রণালয়ের উপদেষ্টা তাৎক্ষণিকভাবে নতুন স্থানে আমদানি কার্যক্রম চালানোর এবং পণ্য দ্রুত খালাস করার জন্য নির্দেশ দিয়েছেন। ‘এখন টার্মিনাল-৩-তে নতুন স্থানে আমদানি পণ্য রাখার ব্যবস্থা করা হবে এবং ৭২ ঘণ্টার পরিবর্তে ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য খালাসের নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কার্গো ভিলেজ পুনরায় সচল করতে ১৫ থেকে ৩০ দিন সময় লাগবে। কাস্টমসের সঙ্গে যৌথভাবে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হচ্ছে, যাতে মালামাল দ্রুত খালাস করা যায়। প্রয়োজন হলে শুক্র-শনিবারও কার্যক্রম চলবে।’
বিজিএমইএ জানায়, পোশাক শিল্পের ক্ষতি মোকাবিলায় তারা সরকারের কাছে কয়েকটি দাবি জানিয়েছে। এগুলো হলো- অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা তা দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা, ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের উপযুক্ত সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা, এবং বন্দরের বর্তমান পরিস্থিতি নির্বিশেষে অন্যান্য নিয়মিত শিপমেন্ট স্বাভাবিকভাবে চলতে পারে সে জন্য প্রক্রিয়া সহজ ও দ্রুততর করা। এছাড়া, রপ্তানি পণ্য উন্মুক্ত স্থানে না রেখে বিমানবন্দরের সংবেদনশীল এলাকায় সুরক্ষা নিশ্চিত করা। বিজিএমইএ নির্দেশ দিয়েছে, ঢাকার বিমানবন্দরে আমদানিকৃত পোশাক পণ্য ৩৬ ঘণ্টার মধ্যে খালাস করতে হবে।