বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ১৮ অক্টোবর ২০২৫

বন্দরে গেট ফি বৃদ্ধি: টানা চতুর্থদিনেও ট্রেইলার চলাচল বন্ধ

বন্দরে গেট ফি বৃদ্ধি: টানা চতুর্থদিনেও ট্রেইলার চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে গেট ফি বৃদ্ধির প্রতিবাদে কনটেইনার পরিবহনকারী ট্রেইলার মালিক ও শ্রমিকদের টানা চতুর্থ দিনের ধর্মঘট অব্যাহত রয়েছে। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে বন্দরে কনটেইনার ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

গত ১৩ অক্টোবর গেট ফি ৫৭.৫০ টাকা থেকে প্রায় ৩০০% বৃদ্ধি বৃদ্ধি করে ২০০ টাকা (+ ১৫% ভ্যাট), মোট ২৩০ টাকা নির্ধারণ করা হয় একটি অফিস আদেশ জারি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা না করেই জারি করা হয়েছে অভিযোগ করে ১৫ অক্টোবর থেকে ট্রেইলার চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিকরা।

প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, 'এটি কোনো ধর্মঘট নয়, বরং একটি অস্থায়ী স্থগিতাদেশ। বন্দর কর্তৃপক্ষ হঠাৎ করে ফি বৃদ্ধি করেছে, অথচ অতিরিক্ত খরচের বিষয়টি মালিক না শ্রমিক, কার ওপর পড়বে তা স্পষ্ট করেনি।'

ধর্মঘটের কারণে বন্দরে কনটেইনার ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে রপ্তানি ও আমদানি কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, 'বন্দর কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে কিছু ট্রেইলার মালিকরা গাড়ি চলাচল বন্ধ রেখেছেন।' 

পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

মালিক ও শ্রমিকদের দাবি, ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে, তারা অব্যাহতভাবে ট্রেইলার চলাচল বন্ধ রাখবেন। তারা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাচ্ছেন।

এই অচলাবস্থা দ্রুত সমাধান না হলে, দেশের প্রধান বন্দর চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ