আগামী তিন দিন ‘নন শিডিউলড’ ফ্লাইটের খরচ মওকুফ: শেখ বশিরউদ্দীন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে সূচি হেরফের হওয়ায় আগামী তিন দিনের সব ‘নন শিডিউলড’ ফ্লাইটের খরচ মওকুফ করা হবে। এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (১৯ অক্টোবর) বিমানবন্দরের আট নম্বর কার্গো গেটের সামনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, 'প্রায় ২১টির মতো ফ্লাইট ডাইভার্ট ও বাতিল করতে হয়েছে। যাত্রীদের কষ্ট কমাতে আমরা একটি অর্ডার জারি করেছি। যার মাধ্যমে আগামী তিন দিন আসা সব নন শিডিউলড ফ্লাইটের খরচ আমরা মওকুফ করব।'
তিনি বলেন, 'যাত্রীদের খাওয়া দাওয়া ও সেবার যাবতীয় দায়িত্ব আমরা গ্রহণ করেছি। তবে একাধিক ইস্যুর সমন্বয় করতে গিয়ে কিছু ঘাটতি থেকে যেতে পারে। যাত্রীদের ভোগান্তির জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।'
উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, 'ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ধ্বংসের অর্থনৈতিক ও ওজন ভিত্তিক হিসাব নির্ধারণের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে খাতভিত্তিক ক্ষতির পরিমাণ নির্ণয়ের প্রক্রিয়াও চলছে।'
জানা গিয়েছে, পরবর্তী করণীয় নির্ধারণের জন্য রোববার বেলা সাড়ে ৩টায় একটি আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সের কুরিয়ারের গুদামে আগুন লাগে। এরপর আগুন পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। ঢাকায় নামার কথা থাকা ফ্লাইটগুলোকে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করতে নির্দেশ দেয়া হয়। রাতে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
সদ্য সংবাদ/এমটি