জিল্লুর রহমান
শাপলা পেলে নির্বাচন, না পেলে নয়—এটি ‘চাপ সৃষ্টির রাজনীতি’
‘শাপলা পেলে নির্বাচন, না পেলে নয়’ প্রতীক ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমন অবস্থানকে ‘চাপ সৃষ্টির রাজনীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।
জিল্লুর রহমান বলেন, ‘এনসিপি জনপ্রশাসনে বদলি-পদায়ন, উপদেষ্টা ও ইসির পক্ষপাতের অভিযোগ তুলে নির্বাচনী পরিবেশকে মূল ইস্যু করতে চায়। এতে তারা ভবিষ্যৎ জোটের দরজাও খোলা রাখছে। তবে এই কৌশলে ঝুঁকি রয়েছে—প্রতীকের অনিশ্চয়তা দলের প্রস্তুতি ধীর করতে পারে, প্রচারণা ও ভোটার চেনায় প্রভাব ফেলতে পারে, আর শেষ মুহূর্তে সমঝোতায় গেলে রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে।’
তিনি বলেন, ‘প্রতীকের প্রশ্নে কঠোর অবস্থান নিয়ে তরুণ সমর্থকদের কাছে নীতি-নিষ্ঠার বার্তা দিতে চায় এনসিপি। ইসিও নীতিগত ধারাবাহিকতা বজায় রাখতে চায়— সাম্প্রতিক সিদ্ধান্তগুলোয় সেটিই প্রতিফলিত। জাতীয় প্রতীক বা রাষ্ট্রীয় চিহ্নকে ভোটের প্রতীক না করার নীতি ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে।’
সদ্য সংবাদ/এসএইচ



























