শরীয়তপুর আ.লীগের দুর্গ থাকলেও প্রত্যাশিত তেমন কোনো উন্নয়ন হয়নি: অপু
গোসাইরহাট তথা শরীয়তপুর জেলা অঞ্চলটি আ.লীগের দুর্গ—সবারই জানা। এলাকার মানুষ আ.লীগের নৌকা মার্কায় ভোট দিলেও সে অনুযায়ী মানুষের যেই আহাজারি, হতাশা ও অস্তিরতা রয়েছে। এই অঞ্চলের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নসহ মানুষ ও এলাকার কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন মিয়া নুরুজ্জামান আহমেদ অপু।
রোববার সকালে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠানে সরকারি শামসুর রহমান কলেজ, ইদিলপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও ইদিলপুর দাখিল মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
শরীয়তপুর জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিঘ্রই দেশে ফিরবেন এবং দেশের মানুষ একটি শান্তিপূর্ণ পরিবেশে অপেক্ষা করছে। এবং তার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশের মানুষের শক্তি রয়েছে।
আজকের এই গণসংযোগ ও পথসভায় গোসাইরহাট পৌর এলাকা, সামন্তসার ইউনিয়ন, নাগেরপাড়া, ইদিলপুর ও নলমুড়ি ইউনিয়ন এলাকায় বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে.এম. সিদ্দিক আহমেদ, পৌরসভার আহ্বায়ক দেলোয়ার হোসেন শিকারীসহ বিভিন্ন নেতাকর্মী।
সদ্য সংবাদ/ মো. সাহেদ আহমেদ



























