বিএনপি প্রার্থী মিয়া নুরউদ্দিন আহমেদ অপু মনোনয়ন পাওয়ায় গরীবেরচরে আনন্দ মিছিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-আংশিক ভেদরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মিয়া নূরউদ্দিন আহমেদ অপু মনোনয়ন পাওয়ায় শরীয়তপুরের আলাওলপুর ইউনিয়নের জালালপুর এলাকায় দোয়া মাহফিল ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আলাওলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি টেকপাড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়।
আলাওলপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ফারুক সরদার এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ।
নেতাকর্মীরা বলেন, 'মিয়া নূরউদ্দিন অপু দীর্ঘদিন ধরে তৃণমূলের পাশে থেকে কাজ করছেন। তাঁর মনোনয়ন পেয়ে আমরা আনন্দিত। আগামীতেও ঐক্যবদ্ধভাবে তাঁকে বিজয়ী করতে কাজ করব।'
বিএনপির যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন ঢালীর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক নুরু বেপারী, যুবদলের আহ্বায়ক রিপন বেপারী, কৃষকদল সভাপতি খাদেম দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরু বেপারী, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক মোবারক সিকদার। যুবদল নিতা হানিফ খান, যুবদলে নেতা কে এম সাইফুল ইসলাম। ছাত্রদলের ইউনিয়ন সাবেক সহসভাপতি টি এম রাকিবুল হাসান , কৃষকদলের সভাপতি খাদেম দেওয়ান। যুবদলের যুগ্ন আহ্বায়ক মনোয়ার ঢালী।যুবদল নেতা মোসলেম শেখ।স্বেচ্ছাসেবকদল শাহজালাল খানসহ নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, মিয়া নূরউদ্দিন আহমেদ অপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব। তিনি দীর্ঘদিন ধরে শরীয়তপুর-৩ আসনে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল কর্মীদের সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
মো.সাহেদ আহমেদ/এমটি



























