রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৮, ৩১ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৩২, ৩১ অক্টোবর ২০২৫

মৃত্যুর ভয় আমার ভিতরে নাই: নুরউদ্দিন আহমেদ

মৃত্যুর ভয় আমার ভিতরে নাই: নুরউদ্দিন আহমেদ
ছবি: সদ্য সংবাদ

'মৃত্যুর ভয় আমি করিনা, আমার ভিতরে মৃত্যুর ভয় নাই' বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মিয়া নুর উদ্দিন আহমেদ অপু।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে গোসাইরহাট পৌরসভা দাশের জঙ্গল বাজার গো-হাট মাঠে পথসভা ও জনসংযোগ অনুষ্ঠানে শরীয়তপুর গোসাইরহাটে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতে তিনি একথা বলেন।

মিয়া নুরউদ্দিন বলেন, '২০১৮ সালের নির্বাচনে আমাকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আপনাদের কাছে পাঠিয়েছিলো আপনাদের সেবার জন্য।কিন্তু হায়নার দল আমার প্রিয় জন্মভূমি গোসাইরহাটের মাটিতে আমাকে রক্তাক্ত করেছিলো।এরপরে আমাকে জেলাখানায় বন্দি করে রেখাছিলো। আল্লাহর কি বিচার ওরা আপনাদের কাছ থেকে আমাকে সরাতে পারেনি।'

তিনি আরও বলেন, 'উন্নয়ন করে গোসাইরহাট বাসিকে সঠিক পথ দেখাবো। এাছড়াও দেশের অর্থনীতি, সমাজনীতি, গণতন্ত্র, বিনিয়োগ ও সার্বিক উন্নয়নের জন্য আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের মার্কা ধানেরশীষে ভোট দিয়ে। দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার সুযোগ করে দিবেন।'

পথসভা ও জনসংযোগ অনুষ্ঠানে কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির ফরিদপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এস এম ফয়সাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহাম্মেদ ঝিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহাম্মেদ আসলাম, মাহবুব আলম তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল যোগে নেতকর্মীরা পথসভা অনুষ্ঠানে যোগদান করেন। উপস্থিত ছিলেন,  গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক দেওয়ান গোলাম মোস্তফা,আলাউদ্দিন সরদার, দেলোয়ার শিকারিসহ আরো অনেকে।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ