ধর্মের নামে রাজনীতি করা গোষ্ঠীর হাতে নারীরা নির্যাতিত: সালাহউদ্দিন
'দেশে একটি রাজনৈতিক দল, যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে জান্নাতের টিকেট বিক্রি করে, তাদের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে' বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (১৪ নভেম্বর) শাহবাগে ‘নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিলের পূর্ব সমাবেশে এ অভিযোগ করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, 'রাজশাহীতে আমাদের বোনদের ওপর অত্যাচার করা হয়েছে। তাদের জুতা পেটা করেছে এমন একটি রাজনৈতিক গোষ্ঠী, যারা ধর্মকে ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রির প্রচারণা চালায়। তাদের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে, অথচ কার্যকর আইনি ব্যবস্থা গড়ে ওঠেনি। অনেক ক্ষেত্রে কঠোর আইন থাকা সত্ত্বেও তা অপব্যবহার বা আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।'
নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাবের বিরোধিতা করে তিনি বলেন, এতে নারীদের কর্মসংস্থান আরও কমে যাবে। “আপনারা কি চান নারীদের কর্মসংস্থান কমুক?”—এমন প্রশ্নে উপস্থিত নারীরা একসঙ্গে ‘না’ বলে সাড়া দেন।
রাজশাহীর কাটাখালীর ঘটনায় দুই নারী বিএনপি কর্মীর ওপর নির্যাতন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে মামলা দিয়ে হয়রানির ঘটনাও সমাবেশে উল্লেখ করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'একটি সাম্যের সমাজ গড়তে হলে ধর্ম-বর্ণ-জাত নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। বিএনপি ভবিষ্যতে ঘোষিত ৩১ দফার ভিত্তিতে নারীদের নিরাপত্তা, কর্মসংস্থান ও মর্যাদা নিশ্চিত করতে পরিকল্পনা করছে।'
নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশ শেষে নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বেগম সেলিমা রহমান এবং পরিচালনা করেন অ্যাডভোকেট নিপুণরায় চৌধুরী।
সদ্য সংবাদ/এমটি



























