গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের পাশে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর জংশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির শেষ দিকের একটি বগি হঠাৎ লাইন থেকে ছিটকে যায়।
ঘটনার পরপরই ট্রেন থামিয়ে দেওয়া হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি বলে রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে।
খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করে।
জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, “বগিটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছি। উদ্ধারকাজ চলছে, আশা করছি দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”
অন্যদিকে, জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, “ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে স্টেশনের কাছাকাছি বাম পাশের একটি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।”
রেলওয়ে কর্মকর্তারা জানান, উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে। তবে সন্ধ্যার আগেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
সদ্য সংবাদ/এমটি



























