গাজীপুরের তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, পানি সংকটে দমকল
গাজীপুরের টঙ্গী মিলগেইট এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর মিলগেইট কো-অপারেটিভ সোসাইটি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থল মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায়, যা আশপাশের মানুষদের আতঙ্কিত করে তোলে। পাশের ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে সম্ভাব্য মনে করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত হয়নি।
মিলগেট বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, আব্দুস সাত্তারের তুলার গুদামে আগুন হঠাৎ দাউ দাউ করে লেগে মুহূর্তের মধ্যে আশপাশের শহিদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিন ও চায়না গুদামে ছড়িয়ে পড়ে। এতে গোডাউনে রাখা তুলার কাঁচামাল, তৈরিকৃত তুলা, আসবাবপত্র ও মেশিনপত্র পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম জানান, আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করছে, কিন্তু আশপাশে কোনো জলাশয় না থাকায় পানির সংকট তৈরি হয়েছে, যা দমকল কাজে ব্যাঘাত সৃষ্টি করছে।



























