জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনের বিষয়ে যা বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে, বিশ্বজুড়ে ইসরাইল ক্রমেই একঘরে হয়ে পড়ছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দ্য টাইমস অব ইসরাইল জানায়, নেতানিয়াহুর বক্তব্যের সময় শতাধিক কূটনীতিক সভাকক্ষ ত্যাগ করেন।
খামেনি বলেন, আজ বিশ্বের সবচেয়ে ঘৃণিত ও নিঃসঙ্গ শাসনব্যবস্থা হলো দুষ্ট জায়নিস্ট রেজিম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর একটি ছবি প্রকাশ করে লিখেছেন, এই শয়তানি শাসন এখন পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন শক্তি।
নেতানিয়াহুর বক্তব্য শুরুর আগেই বহু দেশের প্রতিনিধি কক্ষ ত্যাগ করেছিলেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলের গণহত্যামূলক অভিযানে এখন পর্যন্ত দুই লাখ ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন।
সম্প্রতি ফাঁস হওয়া ইসরাইলি সামরিক গোয়েন্দা নথিতেও দেখা গেছে, চলতি বছরের মে মাস পর্যন্ত গাজায় নিহতদের ৮০ শতাংশের বেশি ছিলেন সাধারণ মানুষ।
যুদ্ধের কারণে গাজার প্রায় সব আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো জনসংখ্যার প্রায় সবাই অন্তত একবার গৃহহীন হওয়ার অভিজ্ঞতা বরণ করেছে।